ত্রুটিমুক্ত রাখতেই গুলশান হামলার অভিযোগপত্র দিতে দেরি
ত্রুটিমুক্ত রাখতেই হলি আর্টিজান মামলার অভিযোগপত্র দিতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, শিগগিরই এই অভিযোগপত্র দেওয়া হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছিল বলেই ঈদ ও রথযাত্রা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
মন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান হামলার এক বছর পূর্তি হতে যাচ্ছে। এই দিনটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। টার্নিং পয়েন্ট এই জন্য : বুঝতে পেরেছিলাম যে এই জঙ্গিরা কী চায়, কী তাদের উদ্দেশ্য, কারা এর আশ্রয়-প্রশ্রয়দাতা? কিংবা কারা এর অর্থায়ন করছে—সবই এ ঘটনাটি ঘটার পরে আমরা খুব সুক্ষ্মভাবে দেখেছি। সেজন্যই এই চার্জশিটটা দিতে একটু সময় আমরা নিয়েছি। যেহেতু এখানে শুধু আমাদের বাংলাদেশি নয়, আমাদের বন্ধুপ্রতীম দেশ জাপান, ইতালি, ইন্ডিয়া এবং আমেরিকা—এই সমস্ত দেশের নাগরিকরা এখানে শাহাদাত বরণ করেছেন, হত হয়েছেন। কাজেই এখানে সঠিক চার্জশিটটি, কোনো ভুল ছাড়া, কোনো ত্রুটি ছাড়া, ত্রুটিমুক্ত একটা চার্জশিট দেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি এবং খুব শিগগিরই আমরা চার্জশিটটা দিতে পারব।’
গত বছর ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন এবং একজন সন্দেহভাজনসহ ৬ জঙ্গি নিহত হন।