নান্দাইলে চার খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে স্কুলছাত্রসহ একই পরিবারের চার সদস্যের খুনের মামলায় প্রধান আসামি হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো।
গতকাল সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর গ্রাম থেকে হিরণকে গ্রেপ্তার করা হয়। তিনি নিহত বিল্লাল হোসেনের ছোট ভাই কাজলের ছেলে।
এর আগে গত শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় খোকন নামের এক অভিযুক্তকে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দিবাগত রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশাটি গ্রাম থেকে হারুন ও আলী আকবর নামের আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার নিহত বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা বেগম বাদী হয়ে নান্দাইল থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিল্লালের ভাই লাল মিয়ার সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলার সব আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
গত শুক্রবার রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি গ্রামে বিল্লাল হোসেন, তাঁর তিন ছেলে ফরিদ, পাভেল ও হিমেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পরে পুলিশ ওই রাতেই গ্রামের একটি পুকুরপাড় থেকে লাল মিয়ার ছেলে জামালের লাশও উদ্ধার করে।
নান্দাইল থানার পুলিশ জানিয়েছে, লাল মিয়া, তাঁর দুই ছেলে জামাল ও কামাল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।