নিবন্ধিত দলের বাইরের কাউকে সংলাপে ডাকবে না ইসি
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এই সংলাপে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল ছাড়া অন্য কারো অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি ইসির নিবন্ধনের বাইরে থাকা নিবন্ধনপ্রত্যাশী কয়েকটি রাজনৈতিক দল কমিশনের সংলাপে অংশগ্রহণ করার জন্য ইসিতে যোগাযোগ করছে। যদিও সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠান করার জন্যই এই সংলাপের আয়োজন করছে নির্বাচন আয়োজনকারী প্রতিষ্ঠানটি। আর এ সংলাপের দরজা বন্ধ করবে না কমিশন। তবে এ সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে তারাই অংশগ্রহণ করতে পারবে, যাদের নাম ইসির নিবন্ধনের তালিকায় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘নিবন্ধনের বাইরের কোনো দলের সংলাপে অংশগ্রহণের সুযোগ নেই। কমিশনের নিবন্ধনে ৪০টি দল আছে। এর বাইরের কাউকে আমরা চিনি না।’
এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য এরই মধ্যেই কমিশনে আবেদন করেছে। কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হবে। ইসির আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার আগে কেউ আবেদন করলে সেটিও গ্রহণ করবে না কমিশন।
এরই মধ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল), বাংলাদেশ জালালী পার্টিসহ কয়েকটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে- এ বিষয়ে জানতে চাইলে ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তি দেওয়ার আগে কেউ আবেদন করলে তা গ্রহণ করা হবে না। এখন কেউ নিবন্ধনের জন্য আবেদন করলেও বিজ্ঞপ্তি দেওয়ার পর তাদের নতুন করে আবেদন করতে হবে।
ইসি সূত্র জানায়, আগামী ৩০ জুলাই থেকে সংলাপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।