ঢাকায় র্যাবের গুলিতে দুই ‘ছিনতাইকারী’ আহত
রাজধানীর চকবাজার এলাকায় র্যাবের গুলিতে দুজন আহত হয়েছে। র্যাব জানিয়েছে, গুলিবিদ্ধ দুই ব্যক্তি ছিনতাইকারী। এরা ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল।
আজ বৃহস্পতিবার ঢাকেশ্বরী রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম এখনো জানা যায়নি।
র্যাব ১০-এর কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন জানান, একটি গাড়ি নিয়ে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল ওই দুজন। ওই সড়কে টহল দিচ্ছিল র্যাব ১০-এর সদস্যরা। র্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরে ওই দুই ব্যক্তি র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
মেজর মহিউদ্দিন আরো জানান, ওই দুই ব্যক্তি ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল।