র্যাবের গুলিতে আহত এক ‘ছিনতাইকারী’র মৃত্যু
রাজধানীর চকবাজার এলাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার ঢাকশ্বেরী রোড এলাকায় র্যাবের গুলিতে আহত হন দুই ব্যক্তি।
র্যাব জানিয়েছে, গুলিবিদ্ধ দুজন ছিনতাইকারী। ঘটনার সময় ওই দুই ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় র্যাব।
র্যাব ১০-এর কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ব্যক্তির নাম আলমগীর (৩৫)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের (আলমগীর) অবস্থা ছিল আশঙ্কাজনক। রাত ৮টার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মেজর মহিউদ্দিন জানান, আহত অন্য ব্যক্তির নাম বারেক।
মেজর মহিউদ্দিন আরো জানান, একটি গাড়ি নিয়ে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিলেন ওই দুজন। ওই সড়কে টহল দিচ্ছিল র্যাব ১০-এর সদস্যরা। র্যাব সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করে। পরে ওই দুই ব্যক্তি র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করেন। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন।