‘একই বৃন্তে দুটি ফুল শেখ হাসিনা ও খালেদা জিয়া’
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়া একই বৃন্তে দুটি ফুল।’ বিএনপির চেয়ারপারসনের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা হবে, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘তাঁদের দুজনের (শেখ হাসিনা ও খালেদা জিয়া) একজন যদি আক্রান্ত হন অন্যজনও আক্রান্ত হবেন। বিএনপি ধ্বংস হলে আওয়ামী লীগও ধ্বংস হবে।’
আসাদুজ্জামান রিপন সরকারকে এই বলে সাবধান করে দেন, বিরোধী দলের ওপর মিথ্যা মামলা গণতন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিএনপি-জামায়াতের ডাকা সরকারবিরোধী আন্দোলনে কারা পেট্রলবোমা মেরেছে ও সহিংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করতে জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।urgentPhoto
সরকার যদি মনে করে পেট্রলবোমা ছোড়ার দল বানিয়ে বিএনপিকে দমন করবে, তবে তা গণতন্ত্রের জন্য সুখকর হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রিপন। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হলে,দেশে তৃতীয় কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও আশঙ্কা তাঁর।
প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে অভিযোগ করলে, দলীয় প্রশাসন দিয়ে তদন্ত করালে তা প্রভাবিত হবে বলে মন্তব্য করেন এ বিএনপি নেতা। রিপন অভিযোগ করেন, ‘সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রীরা কোনো কারণ ছাড়াই ঢালাওভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি নেতাদের পেট্রলবোমা ছোড়ার নির্দেশদাতা হিসেবে প্রমাণ করতে চাইছেন।’ তিনি বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন এ অভিযোগগুলো তোলেন, তখন সেসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া খুব দুরূহ হবে।’
‘নিরপেক্ষ তদন্ত হবে এবং নিরপেক্ষ তদন্তের ফল পাওয়া যাবে এটা প্রত্যাশা করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেজন্য আমাদের দল দাবি করে এ ঘটনার, এ অভিযোগের জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত দরকার।’ যোগ করেন বিএনপির মুখপাত্র।