সিদ্দিকুরকে ভারত পাঠাচ্ছে সরকার
রাজধানীর শাহবাগে আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে সার্বিক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
আজ সোমবার সিদ্দিকুরের চোখ ভালো করতে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফাকে তিনি এ নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিদ্দিকুরের চোখ ভালো করতে যা যা করণীয়, চিকিৎসকরা যেন সেই পদক্ষেপগুলো নেন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ নিতে প্রথম দিন থেকেই ইনস্টিটিউটের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
গত বৃহস্পতিবার শাহবাগে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের ছোড়া কাদানে গ্যাসের শেলে দুই চোখে আঘাত পান সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। এর পর থেকেই তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার এক চোখ নষ্ট হয়ে গেছে। আরেক চোখে আলো ফেরার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।