মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হতে নির্দেশ
দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) আরো কঠোর হতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত অধিবেশনে এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মাদকের ছোবল থেকে আমাদের তরুণ-যুবসমাজকে রক্ষা করতে হলে কঠোর হাতে মাদকদ্রব্যের প্রসার, বিপণন, চালান, ব্যবহার রোধ করতে হবে।’
এ জন্য মাদকবিরোধী অভিযানে স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জেলা প্রশাসকদের জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা জঙ্গি দমন এবং প্রতিরোধে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি বলেন, তাঁরা জানিয়েছেন, জঙ্গি তৎপরতা এখন নির্মূলের পথে এবং ভবিষ্যতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার কোনো আশঙ্কাও নেই।