তদবিরবাজদের জন্য দরজা বন্ধ : তারানা হালিম
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, তদবিরবাজদের জন্য দরজা বন্ধ। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তিনি মন্ত্রণালয়ে পৌঁছালে সচিবসহ কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
কাজে যোগ দেওয়ার পর তারানা হালিম সাংবাদিকদের বলেন, ‘আমি টেলিযোগাযোগ খাতকে দুর্নীতিমুক্ত করব। টেলিটককে জনপ্রিয় করব। দেশের টাকা দেশেই রাখব।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ইস্কাটনে মন্ত্রণালয়ে যোগদান করেন। কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি কর্মকর্তাদের যথাসময়ে অফিসে আসার নির্দেশ দেন।
খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বেলা সাড়ে ১১টায় মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার পাঁচ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এর পরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি হয়। এ রদবদলের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৫৩ জনে।