আট মামলায় জামিন, নতুন মামলায় গ্রেপ্তার মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আজ মঙ্গলবার বিকেলে আরো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে জয়দেবপুর থানা পুলিশ। এর আগে আজই নাশকতার অভিযোগে করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন মেয়র মান্নান। তাঁর বিরুদ্ধে দায়ের করা মোট আট মামলার মধ্যে ছয় মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন।
২০১৩ সালের ডিসেম্বর মাসে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় অধ্যাপক মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।
আদালত ও পুলিশ সূত্র জানিয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়দেবপুর থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় ঢাকার বারিধারার বাসা থেকে মেয়র মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।
মেয়র মান্নানকে মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ছয় মামলায় ইতিমধ্যে তিনি জামিন পেয়েছিলেন। সর্বশেষ কালিয়াকৈর ও জয়দেবপুর থানার নাশকতার অপর দুই মামলায় আজ মঙ্গলবার তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এ দুই মামলায় তাঁকে তিন মাসের জামিন দেন।
এদিকে গাজীপুরের কোর্ট পরিদর্শক রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানার টেকনগপাড়া এলাকার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ গাজীপুরের মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পুলিশ আবেদনে জানায়, উক্ত মামলায় স্বাক্ষীরা অধ্যাপক এম এ মান্নান ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রদান করেছে। এ মামলার এজাহারে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তবে সেখানে মেয়র মান্নানের নাম নেই। নতুন এ মামলাসহ এ পর্যন্ত অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে।
মেয়র মান্নানের অবর্তমানে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।