‘জঙ্গি আস্তানা’য় বোমা বিস্ফোরণ, গোলাগুলি
রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় ‘জঙ্গি আস্তানা’য় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর পাঁচটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভবনটিতে আগুন লেগেছে। গুলির শব্দ শোনা যাচ্ছে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল সোমবার রাত থেকে দারুস সালামের ওই ভবনটি ঘিরে রাখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সন্ধ্যায় র্যাব সাংবাদিকদের জানায়, ‘জঙ্গি’ আবদুল্লাহসহ সাতজন রাত ৮টার মধ্যে আত্মসমর্পণ করবে। তবে ৯টা বেজে গেলেও এ ধরনের কোনো তৎপরতা চোখে পড়েনি।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওই ভবন থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। একে একে পাঁচটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরণের শব্দ ছিল অনেক বেশি। পরে দেখা যায় ওই ভবনে আগুন জ্বলছে।
রাত ৯টা ৫৭ মিনিটের দিকে গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পশ্চিমে বাড়িটির অবস্থান। দারুস সালাম থানার দক্ষিণের এ বাড়িটির কয়েকটি বাড়ি পরেই রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনারের (এসি) কার্যালয়। বাড়ির উত্তর পাশে একটি খেলার মাঠ রয়েছে। এলাকাটি মোটামুটি কম ঘনবসতিপূর্ণ। ঈদের ছুটির কারণে লোকজনের আনাগোনা একটু কম।
র্যাব জানিয়েছে, ওই ভবনের ২৩টি ফ্ল্যাট থেকে ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জন নারী, ২৬ জন পুরুষ ও ১৫টি শিশু।