স্থলসীমান্ত চুক্তি কার্যকর মধ্যরাত থেকে
বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত স্থলসীমান্ত চুক্তি ও প্রটোকল আজ শুক্রবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
চুক্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল বাংলাদেশি ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে। আর ভারতের অভ্যন্তরে অবস্থিত ৫১টি বাংলাদেশি ছিটমহল অন্তর্ভুক্ত হবে ভারতীয় ভূখণ্ড হিসেবে। একই সঙ্গে অপদখলীয় জমি উভয় দেশের অন্তর্ভুক্ত হবে।
urgentPhoto
বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর ১১১টি ছিটমহলের বাসিন্দাদের মধ্যে কেউ চাইলে ভারতে ফিরতে পারবেন। বাকিদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে।
দিনটিকে স্মরণীয় করে রাখতে উভয় দেশের ছিটমহলবাসী নানা কর্মসূচির আয়োজন করেছে। রাত ১২টা এক মিনিটে একযোগে পালিত হবে এসব কর্মসূচি। ৬৮ বছরের নাগরিকত্বহীনতার অবসান ঘটাতে একসঙ্গে প্রজ্বালন করা হবে ৬৮টি মোমবাতি। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে চলবে প্রার্থনা।
বাংলাদেশ ভূখণ্ডে নতুনভাবে অন্তর্ভুক্ত ১১১টি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে ১ আগস্ট ভোরে।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ৭ মে বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বিল ভারতের নিম্নকক্ষ পার্লামেন্ট লোকসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়। এর আগের দিন বিলটিতে সমর্থন দেন রাজ্যসভার সদস্যরা।
৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে স্থলসীমান্ত চুক্তির নথি হস্তান্তর হয়। ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক দুই দেশের পক্ষ থেকে নথি হস্তান্তর করেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আরো উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।