তিনদিনের সফরে মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
তিনদিনের সরকারি সফরে মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হন তিনি।
জানা গেছে, মিয়ানমারে আগামীকাল মঙ্গলবার সকালে সচিব পর্যায়ের বৈঠক ও বিকেলে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন আসাদুজ্জামান খাঁন কামাল। এসব বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলবে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, কোস্টগার্ড প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১২ সদস্যের প্রতিনিধিদল আছে।
যাওয়ার আগে বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদিকদের বলেন, লাখ লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কথা বলা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকালে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তপথে অনুপ্রবেশ, মানবপাচার ও মাদক পাচার রোধে সীমান্ত লিয়াজোঁ অফিস স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে।