সারা দেশে সারা দিন বৃষ্টির সম্ভাবনা
মৌসুমি বায়ুর প্রভাবে আজ শনিবার সারা দিন দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এদিকে গতকালের স্থল নিম্নচাপটি এখন খুলনা ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিমে স্থলভাগের দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এর একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে।
এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য স্থানে প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য হয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মাহমুদুল হক এনটিভি অনলাইনকে জানান, সমুদ্র বেশ উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থান করা সব ধরনের মাছ ধরার নৌকা আর ট্রলারগুলো উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।