রোহিঙ্গাদের ফেরত নেবে না, মিয়ানমার তা কখনোই বলেনি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেবে না, এমন কথা মিয়ানমার কর্তৃপক্ষ কখনোই বলেনি। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে দুদিনের মিয়ানমার সফর নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। আগামী মাসেই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এরই ভিত্তিতেই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
মিয়ানমার সরকারের আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী গত ২৪ অক্টোবর মিয়ানমারে যান। গতকাল তিনি ঢাকায় ফেরেন। সফরে তিনি বাংলাদেশের নয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অং সান সু চিসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন। ব্রিফিংয়ে এ সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
এ সফরকে সফল হিসেবে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে তাদের মনোভাব ইতিবাচক দেখেছি। তারা আমাদের আশ্বস্ত করে বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে তাঁরা কাজ করছেন।’
সু চির সঙ্গে বৈঠকের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাকে বলেছি- আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আপনিও দীর্ঘ সংগ্রাম করে আপনার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। রোহিঙ্গাদের ফেরত না নিলে বাংলাদেশসহ আশপাশের দেশগুলোকে কী ধরনের সমস্যা মোকাবিলা করতে হতে পারে তা তাঁকে অবহিত করেছি।’
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে ছয় লক্ষাধিক মানুষ বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।