ভারত চীন রাশিয়ার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আলোচনার আহ্বান
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত, চীন ও রাশিয়ার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। আজ বৃহস্পতিবার রাজধানীতে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা : আন্তর্জাতিক কূটনীতি ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান।
অধ্যাপক বি চৌধুরী বলেন, দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাবে না। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাকিস্তানে বিহারি জনগোষ্ঠী এবং কাশ্মীর সমস্যার কথা তুলে ধরেন। মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে জাতিসংঘকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংযুক্ত করারও দাবি জানান তিনি।
বি চৌধুরী বলেন, ‘আপনার পররাষ্ট্রনীতির নীতির প্রয়োগের ওপরে, প্রধানমন্ত্রীর মর্যাদা যা, শক্তি যা, ক্ষমতা যা তার হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করার মাধ্যমে রাশিয়া, চীন এবং ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে, সমাধানের জন্য জোর দিতে হবে, চাপ দিতে হবে। এটা যদি করেন তাহলে হবে, আদারওয়াইজ হবে না। যা ইচ্ছা তাই বলেন না কেন? হ্যাঁ, আমরা নালিশ করতে পারি। জাতিসংঘে নালিশ করতে পারি, জোরেশোরে নালিশ করতে পারি। আমরা ইউএন সাপোর্ট পাব, ব্রিটেনের সাপোর্ট পাব, যাদের পছন্দ করেন না বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই আমেরিকান সাপোর্ট পাব।’
অনুষ্ঠানে উপস্থিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, শক্তিশালী সরকার ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবে না।