আনান কমিশনের সুপারিশসংক্রান্ত দফা বাদ দিয়েছে মিয়ানমার
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সর্বসম্মত ১০ দফা থেকে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন সংক্রান্ত দফাটি একতরফাভাবে বাদ দিয়েছে মিয়ানমার। আজ শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের মিয়ানমার সফরকালে প্রথমে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ের এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ১০ দফা প্রস্তাবে সম্মত হয়। পরে মিয়ানমারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে যৌথ প্রেস বিজ্ঞপ্তি তাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করেছে, সেখানে সর্বসম্মত ১০ দফা পরিবর্তন করা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রয়োজনীয় আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দফাটি বাদ দেওয়া হয়েছে। সফরের ভিত্তিতে প্রস্তাবিত ‘যৌথ বিবৃতি’ শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং ‘সভার কার্যবিবরণী’ এখনো অনুসমর্থিত হয়নি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
গত ২৩ অক্টোবর তিনদিনের সফরে মিয়ানমার যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফিরে এসে তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে না, এ কথা তারা কখনোই বলেনি। দেশটির সদিচ্ছার ওপর অপেক্ষা করছে বলেও জানান তিনি।