গাজীপুরের মেয়র আরেক মামলায় গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আরো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে জয়দেবপুর থানা পুলিশ। জয়দেবপুর চৌরাস্তা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় এবার অধ্যাপক মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়।
এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ গত বৃহস্পতিবার আদালতে আবেদন করে। আজ রোববার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোসা. রেহানা আক্তার ওই আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে অধ্যাপক এম এ মান্নানকে মোট ১০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গাজীপুরের আদালত পরিদর্শক রবিউল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়দেবপুর থানার নাশকতার একটি মামলায় ঢাকার বারিধারার বাসা থেকে মেয়র মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। তার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
আদালত পরিদর্শক রবিউল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, কথিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে নাশকতা সৃষ্টির জন্য বিএনপি ও জামায়াতের ৬০-৭০ নেতাকর্মী ৪ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে চৌরাস্তা এলাকায় বাসে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-২০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) মো. আরশাদ মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় এজাহার দায়ের করেন। তবে সেখানে মেয়র মান্নানের নাম নেই। ঘটনার সময় স্থানীয়রা মান্নানসহ অন্য আসামিদের দৌড়ে পালাতে দেখেছেন। দায়েরকৃত ওই মামলায় সাক্ষীরা অধ্যাপক এম এ মান্নান ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
এম এ মান্নান বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াত-শিবিরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অর্থ জোগানদাতা, নির্দেশকারী ও পরিকল্পনা বাস্তবায়নের সার্বিক রক্ষণাবেক্ষণকারী। নতুন এ মামলাটিসহ মান্নানের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে।
মেয়র মান্নানের অবর্তমানে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।