দেশ কোনো নিরাপত্তা ঝুঁকিতে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভ্রমণ বা চলাচলে অস্ট্রেলিয়ার সতর্কতা জারির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ কোনো নিরাপত্তা ঝুঁকিতে নেই। আজ শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কমনওয়েলথ পার্লামেন্টারি কমিটির সম্মেলন চলছে। আমরা সবাই সতর্ক রয়েছি। এ সময় কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টে তাঁরা এ সতর্কতা জারি করলেন আমাদের জানা নেই। অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের আদান-প্রদান হয়। তবে কেন এটা জারি করলেন? আমাদের কাছে তথ্য দিলেও দিতে পারেন, আমরা এখন পর্যন্ত সঠিকভাবে জানি না।’
গতকাল শুক্রবার বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।