শিশু রাকিবের দাফন সম্পন্ন
পেটে হাওয়া ঢুকিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার খুলনার শিশু রাকিবের (১২) জানাজা বাদ আসর টুটপাড়া সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে তার লাশ টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
রাকিবের জানাজায় অংশ নেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা।
এর আগে ময়নাতদন্ত শেষে রাকিবের লাশ টুটপাড়া সেন্ট্রাল রোডে নিয়ে এলে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে। এ সময় নিহতের বাবা নূরুল আলম সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজানকে ধরে কান্নায় ভেঙে পড়েন।
এ দিকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গ্রেপ্তার হওয়া বিউটি বেগমকে আদালতে চালান দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হবে। অপর দুই আসামি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে তাদেরও হেফাজতে নেওয়া হবে।
সিলেটে শিশু রাজন হত্যাকাণ্ডের রেশ না কাটতেই খুলনায় নির্মমভাবে এ শিশুকে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্যারেজে কাজ ছেড়ে দেওয়ার অপরাধে মোটর টায়ারে পাম্প দেওয়ার পাইপ মলদ্বারে প্রবেশ করিয়ে হত্যা করা হয় তাকে।
ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজন গ্যারেজ মালিক মিন্টু, তার ভাই শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্টুর মা বিউটি বেগমকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।