এক যাত্রায় দেশের আইন চলছে দুইভাবে : বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সপ্তাহে সপ্তাহে মামলায় হাজিরা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি ইতিহাসে জাতীয় নেতাদের সম্মান যেভাবে রয়েছে, তাঁকে সঠিকভাবে দেওয়াকেই বিএনপি সমর্থন করে বলেও জানান।
বিএনপির মুখপাত্র বলেন, একযাত্রায় দেশের আইন দুইভাবে চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য এক ধরনের আইন এবং বিরোধীদের জন্য আরেক ধরনের আইনের জন্যই দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।’urgentPhoto
গ্যাটকো মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি রিট আবেদন আজ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে বাধা থাকল না। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়, ‘একই ধরনের ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু তাঁর মামলা বাতিল করা হয়েছে। কিন্তু খালেদা জিয়ার মামলা বাতিল না করে আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আমরা আপিল করব। আশা করি আপিল বিভাগে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন।’
এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রীর দল ক্ষমতায় আছে এ জন্য তাঁর মামলা খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমরা ক্ষমতায় নেই, তাই আমাদের মামলা চলবে। এ জন্য আমরা বলছি, আইন এক যাত্রায় দুইভাবে চলছে।’
‘তারপরও আমরা আস্থা রাখতে চাই, বিচারকদের প্রজ্ঞার প্রতি, তাঁদের ন্যায়পরায়ণতার প্রতি। মাঝেমধ্যে আমাদের প্রধান বিচারপতি এস কে সিনহা অনেক আশাবাদ জাগানিয়া কথাবার্তা বলেন বিচার নিয়ে। আমরা তাঁর এ আশা জাগানিয়া কথায় মাঝেমধ্যে খুব উৎফুল্ল হই।’ যোগ করেন বিএনপি মুখপাত্র।
গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় ঐক্যের কথা বলেন। জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। স্বাধীনতার পর দীর্ঘ সময় আমরা পার করেছি। আমরা চাই, সবাই মিলে সার্বজনীনভাবে জাতির পিতার মৃত্যুদিবস পালন করুন। দেশটাকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করতে হবে। এই বিভাজন আমরা চাই না।’
আসাদুজ্জামান রিপন আজকের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গের অবতারণা করে বলেন, ‘শহীদ জিয়াউর রহমানকে খাটো করে, ছোট করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যাবে না।’