রাকিব হত্যার আসামি তিন দিনের রিমান্ডে
খুলনায় পেটে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি বিউটি বেগমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় খুলনা মহানগর হাকিম ফারুক ইকবাল এ রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।
সকাল ১০টার পর কারাগার থেকে বিউটি বেগমকে আদালতে আনা-নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণেই উপস্থিত জনতা বিউটি বেগমের ফাঁসি দাবি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোশতাক আহমেদ শুনানিতে অংশ নিয়ে আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। পরে আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ না নেওয়ায় আদালত সরাসরি বিউটি বেগমের কোনো বক্তব্য আছে কি না জানতে চান। বিউটি বেগম কোনো জবাব না দেওয়ায় আদালত তিন দিন এই রিমান্ড মঞ্জুর করেন। পরে বিউটিকে পুলিশ পাহারায় আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোশতাক আহমেদ জানান, দুপুরের মধ্যে বিউটি বেগমকে থানার হেফাজতে নেওয়া হবে।
আদালত প্রাঙ্গণের বাইরে টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসিন্দারা বিক্ষোভ করেন। তাঁরা সব আসামির দ্রুত বিচার ও ফাঁসি দাবি করেন।
গত সোমবার রাতে খুলনা টুটপাড়া সেন্ট্রাল রোডে গ্যারেজে কাজ ছেড়ে দেওয়ার অপরাধে মোটর টায়ারে পাম্প দেওয়ার পাইপ মলদ্বারে প্রবেশ করিয়ে হত্যা করা হয় রাকিবকে (১২)। এ ঘটনায় গ্যারেজ মালিক মিন্টু, তার ভাই শরীফকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে। তাদের মা বিউটি বেগমকেও পুলিশের হাতে দেওয়া হয়।