রাকিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
খুলনার শিশু রাকিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশু ফোরাম। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় রাকিব হত্যার বিচারের দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, আগামী ৭ আগস্ট শিশুদের কালো ব্যাজ ধারণ, মানববন্ধন প্রভৃতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিশু ফোরামের সংগঠক রবিউল ইসলাম ও নিশাত আরা মীম।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেটের শিশু রাজন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে আবারও খুলনায় শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। রাকিব হত্যাকাণ্ডের নির্মমতা ও নিষ্ঠুরতা বর্ণনার যোগ্য নয়। রাকিব একজন মোটরশ্রমিক। দারিদ্র্যের নির্মম কশাঘাতে তাঁকে অল্প বয়সেই অমানবিক শ্রমে নিয়োজিত হতে হয়েছে।
কিন্তু রাকিব ঠিকমতো মজুরি পেত না, উপরন্তু সামান্য অজুহাতে তাকে মারধর ও গালাগালি করা হতো। এ কারণেই সে চেয়েছিল আরেকটু ভালো পরিবেশে কাজ করতে। এটাই ছিল তার অপরাধ। আর এ কারণেই সাবেক গ্যারেজ মালিক হাওয়া দেওয়ার মেশিনের নল মলদ্বারে ঢুকিয়ে পেটে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
এ সময় নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া, শিশু শ্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শিশু সুরক্ষায় তৃণমূল পর্যায়ে প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালীকরণ ইত্যাদি দাবি করা হয়।