যেখানে জঙ্গির সন্ধান সেখানেই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেখানেই জঙ্গির সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদরের চর আলাতলীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা ১০ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা যেন নিরাপদে দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে জন্য সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, ‘মানবপাচার একটি আন্তর্জাতিক সমস্যা। যথাযথ শিক্ষার অভাবসহ বেশকিছু সমস্যা মানবপাচার সম্পূর্ণ বন্ধের পথে অন্তরায়। এটি সমাধানে সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।