ববি হাজ্জাজ আবারও এরশাদের বিশেষ উপদেষ্টা
ববি হাজ্জাজকে আবারও নিজের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ রোববার এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ৩৯ ধারা মোতাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজকে ওই নিয়োগ দিয়েছেন।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করায় গত ২২ মার্চ ববি হাজ্জাজকে বিশেষ উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করেন এরশাদ। একই সঙ্গে ববির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন এরশাদ। তবে ববি হাজ্জাজ পরে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।