মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার উত্তরের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
আজ শনিবার সকালে বনানীর ব্যক্তিগত কার্যালয়ে এক মতবিনিময় সভায় ববি হাজ্জাজ নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় ঢাকা উত্তরসহ রাজধানীর কয়েকটি থানার জাতীয় পার্টির কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরই মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকার উত্তর ও দক্ষিণের মেয়র নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করেছেন। তা সত্ত্বেও ববি হাজ্জাজ নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন। তাঁর এই সিদ্ধান্তের ব্যাপারে এরশাদের সঙ্গে কথা হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো জবার না দিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘তিনি আমার বাবার সমতুল্য। উনি কষ্ট পান সেটা আমি চাই না। ওনার আশীর্বাদ আমার ওপর আছে, থাকবে।’
ববি হাজ্জাজ বলেন, ‘দুটি কারণে প্রার্থিতা ঘোষণা করেছি। প্রথমত, এটি নির্দলীয় নির্বাচন। দ্বিতীয়ত, আমার জন্ম ঢাকায়, তাই স্বপ্নের ঢাকাকে বাস্তবে রূপ দিতে চাই।’
ববি হাজ্জাজ আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে এবং আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জামাতা।