শিশু রাকিব হত্যার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে
শিশু রাকিব হত্যা মামলায় প্রধান দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা সোয়া ১১টায় মহানগর হাকিম আদালত ‘ক’ অঞ্চলের বিচারক ফারুক ইকবাল এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামি দুজন হলেন মিন্টু খান (৪৫), মো. শরীফ (৩৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোশতাক আহমেদ জানান, আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ সময় তিনি আদালতে রিমান্ডের পক্ষে আইনি ব্যাখ্যাও উপস্থাপন করেন।
আদালতে বিচারক আসামিদের কাছে তাঁদের বক্তব্য জানতে চাইলে আসামি শরীফ নিজেকে নিরীহ বলে দাবি করেন। আদালত পরে দুই আসামিকেই পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ঘটনার প্রতি ধিক্কার জানিয়ে আজ আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এ সময় আদালত প্রাঙ্গণের বাইরে টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসিন্দারা দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগমকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত।
গত ৩ আগস্ট রাতে খুলনা টুটপাড়া সেন্ট্রাল রোডে গ্যারেজে কাজ ছেড়ে দেওয়ার অপরাধে মোটর টায়ারে পাম্প দেওয়ার পাইপ মলদ্বারে প্রবেশ করিয়ে হত্যা করা হয় রাকিবকে (১২)। এ ঘটনায় গ্যারেজ মালিক মিন্টু ও তাঁর ভাই শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে তাঁদের মা বিউটি বেগমকেও পুলিশের হাতে দেওয়া হয়।