‘চোরাচালানে জনপ্রতিনিধি জড়িত হলেও আইনগত ব্যবস্থা’
চোরাচালানে জনপ্রতিনিধিসহ যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সকালে রাজধানীর পিলখানায় সীমান্ত সমস্যা ও সমাধান সর্ম্পকিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়। সে পুলিশ সদস্য হোক, র্যাব সদস্য হোক, মাননীয় জনপ্রতিনিধি হোক, কেউ আইনের উর্ধ্বে নয়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এসময় তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী মধ্যে সমন্বয় দরকার। যে কোনো মূল্যে সীমান্তপথ দিয়ে চোরাচালান বন্ধ করার কথা ব্যক্ত করেন মন্ত্রী।
মাদক আইনের কিছু ফাঁকফোকর আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা যাতে কোনোভাবে ছাড় পেতে না পারে সেজন্য আইনে কিছু পরিবর্তন আনা হচ্ছে।
মতবিনিময় সভায় সীমান্তবর্তী ৩৩ জন সংসদ সদস্যরাও তাদের অভিমত ব্যক্ত করেন।