চালক হত্যা : বুধবার থেকে ঢাকা-সিলেট বাস ধর্মঘট
বাস ছাড়তে দেরি হওয়ায় ঢাকার সায়েদাবাদে যাত্রীদের পিটুনিতে শ্যামলী পরিবহনের চালক হত্যার প্রতিবাদে আগামীকাল বুধবার থেকে সিলেট-ঢাকা পথে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
আজ মঙ্গলবার বিকেলে ধর্মঘটের কথা গণমাধ্যমকে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সেলিম আহমদ ফলিক। তিনি জানান, বুধবার থেকে সিলেট হতে কোনো বাস ঢাকায় ছেড়ে যাবে না। ঢাকা থেকেও কোনো বাস সিলেটে প্রবেশ করবে না। তবে অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের চালক শিবু চন্দ্র দেবকে যাত্রীরা মারধর করে। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।