রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মঈন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপি নেতা আরো বলেন, অচলাবস্থায় উপনীত হয়েছে। এ থেকে উত্তরণের একমাত্র উপায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। দেশের মানুষকে সংবিধানের দোহাই দিয়ে সরকার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পেতে চায়।এই দাবি বাস্তবায়নে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
মঈন বলেন, ‘তাদেরই হাতে নির্বাচনের দায়িত্ব শতকরা একশত ভাগ দিতে হবে, যারা নির্লোভ এবং যারা নিস্বার্থ, যাদের ক্ষমতায় কোনো আগ্রহ নেই। কাজেই নির্বাচনের সময়কালীন সরকার এমনভাবেই গ্রহণ করতে হবে, তাদেরকে দিয়েই গ্রহণ করতে হবে, যারা সম্পূর্ণ আউটসাইডার হিসেবে সেই নির্বাচনটিকে অবলোকন করবেন এবং পরিচালনা করবেন।’