‘দিগন্ত ও ইসলামিক টিভির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার স্থগিত আছে। কারণ দর্শানোর জবাব ‘সন্তোষজনক’ না। তবে লাইসেন্স বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ইসলামিক ও দিগন্ত টিভির সম্প্রচার স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা নোটিশের জবাব দিয়েছে। কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয়।পুরো বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। লাইসেন্স বাতিল করা হবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
হাসানুল হক ইনু বলেন, ‘উত্তরে আমরা সন্তুষ্ট হইনি। আমরা পুরো বিষয়টি পরীক্ষা করে দেখছি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলাম যখন ঢাকা শহর ও বাংলাদেশ দখল করার একটি চক্রান্ত চলছিল আমরা সেদিনই সন্ধ্যার পর দুই টিভি চ্যানেলের সম্প্রচার সাময়িককালের জন্য স্থগিত করে দেই। এখনো স্থগিত অবস্থায় আছে। পুরো লাইসেন্সটা বাতিল করব কি না- এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’