অন্ধত্ব বাধা হয়নি, পাস করেছেন ওঁরা ছয়জন
শারীরিক প্রতিবন্ধকতা কিংবা হরতাল-অবরোধ—কোনোটাই বাধা হয়নি। পাবনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তাঁরা ছয়জন। পাসও করেছেন কৃতিত্বের সঙ্গে।
ওই ছয়জন হলেন মো. আজিজুল হক (জিপিএ ৪.৩৩), শাখাওয়াত হোসেন (জিপিএ ৩.৫০), দুরুল হুদা (জিপিএ ৪.২৫), নূরুল ইসলাম (জিপিএ ৩.৩৩), মোবারক হোসেন (জিপিএ ৪.২৫) ও ওয়াসিম আকরাম (জিপিএ ৩.৯২)। তাঁদের সবাই পাবনার মানবকল্যাণ ট্রাস্টে থেকে লেখাপড়া করেছেন।
পাসের পরের অনুভূতি জানতে চাইলে মো. আজিজুল হক জানান, অন্ধদের লেখাপড়ার জন্য প্রয়োজন ব্রেইল পদ্ধতি। অথচ দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুযোগ নেই। পরীক্ষার জন্য প্রয়োজন শ্রুতি লেখকের। দরিদ্র এই অন্ধদের শ্রুতি লেখকদের সম্মানী তো দূরের কথা, লেখাপড়া করার ন্যূনতম আর্থিক খরচ নির্বাহ করারও সক্ষমতা নেই।
এ বিষয়ে পাবনার মানবকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হোসেন জানান, এ ছয় পরীক্ষার্থীর মতো আরো প্রায় ৪৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী পাবনার মানবকল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করছে। এ প্রতিষ্ঠান থেকে নবম শ্রেণিতে ছয়জন, দশম শ্রেণিতে পাঁচজন, একাদশে ছয়জন, এমএ ক্লাসে দুজনসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা লেখাপড়া করছে। এ সময় তিনি শিক্ষার্থীদের সারা জীবন সব ধরনের সহায়তা দিয়ে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন।