নিবন্ধনবিহীন সিমকার্ডের দায় অপারেটরদের : প্রতিমন্ত্রী
নিবন্ধনবিহীন সিমকার্ড দিয়ে জঙ্গি তৎপরতা ছাড়াও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। এর দায় মোবাইল অপারেটদেরও নিতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ শনিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতনবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ অংশ নেয়।
প্রতিমন্ত্রী বলেন, চারটি ধাপে মোবাইল অপারেটরদের মাধ্যমে নিবন্ধনবিহীন সিমকার্ড গ্রাহকদের হাতে যাচ্ছে। খোলাবাজারে যত্রতত্র এ ধরনের সিমকার্ড বিক্রি বন্ধে প্রশাসনকে তৃণমূল পর্যায়ে অভিযান চালাতে বলা হয়েছে।
‘নির্দেশ দেওয়া হয়েছে নিবন্ধনবিহীন সিমকার্ড জব্দ করার। আমরা সেগুলো নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বসব। তাদের বলব কী করে এসব সিমকার্ড ভোটার আইডি কার্ড ছাড়া বিক্রি করা হয়েছে।’
এর দায় অবশ্যই মোবাইল অপারেটরদের নিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।
বিতর্ক প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতনবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিতে এসে আজ শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি : এনটিভি