সিট নিয়ে চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
হলে সিট বণ্টনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী হলে সংঘর্ষের এ সূত্রপাত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহরাওয়ার্দী হলে আবাসিক সিট বণ্টনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ দুই নেতা নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী।
এ সময় ছাত্রলীগকর্মী জমির, শাহেল, নিপেন সরকার ও পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনুছ আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।
ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে।