ব্লগার অভিজিৎ হত্যা মামলায় তিনজন ফের রিমান্ডে
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার অভিযোগে আটক তিন জনকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আটক তিনজনকে সাতদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এর পর তিনি আবার নতুন করে তিনজনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাঁদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এঁরা হলেন আনসারুল্লাহ বাংলা টিমের অনলাইন কার্যক্রমের দায়িত্বে থাকা সাদেক আলী মিঠু (২৮), আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী তৌহিদুর রহমান (৫৮) ও মো. আমিনুল মল্লিক (৩৫)।
আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মাহমুদুর রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ আগস্ট ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁদের সাত দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাঁদের দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে।
গত ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি থেকে তিনজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁরা ঢাকায় ব্লগার অভিজিৎ রায় ও সিলেটের অনন্ত বিজয় দাস হত্যার সঙ্গে জড়িত এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান।
ওই ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি মামলা করেন।
মামলাটিতে এর আগে শফিউর রহমান ফারাবী নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গত ৩ মার্চ ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।