দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য পশুর পর্যাপ্ত মজুদ আছে। কোরবানির গরুর চাহিদা পূরণে কোনো সমস্যাই হবে না।
আজ সোমবার দুপুরে রাজধানীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিত্যপণ্যের বাজার নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তোফায়েল আহমেদ এই তথ্য জানান।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকা পরিদর্শনে এসে বাংলাদেশে গরু যাওয়া বন্ধের নির্দেশ দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের গরু ব্যবসায়ীরা জানিয়েছেন, এরপর থেকেই আশঙ্কাজনক হারে কমতে থাকে ভারত থেকে গরু আমদানি। এ কারণে ঈদুল আজহার আগে বাজারে গরুর সংকট দেখা দেবে কি না এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৩০ লাখ গরু ও মহিষ এবং প্রায় ৬৯ লাখ ছাগল ও ভেড়া কোরবানি হওয়ার সম্ভাবনা আছে। যার সবটাই দেশীয় উৎস থেকে পাওয়া যাবে।
ফলে কোরবানির গরুর চাহিদা পূরণে কোনো সমস্যা হবে না বলে আশা করা যায়। আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি যে এটার কোনো সংকট হবে না।
অন্যদিকে বাজারে বেশ কিছুদিন ধরে দেশি-বিদেশি সব ধরনের পেঁয়াজের দামই চড়া। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য শুনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণেই পেঁয়াজের দাম বাড়তি। তবে খুব শিগগিরই পেঁয়াজের দাম কমে যাবে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের দাম কমে যাবে। আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি পেঁয়াজ আরো আসছে। পেঁয়াজ নিয়ে যে সমস্যা হয়েছিল আস্তে আস্তে তা দূর হয়েছে এবং আগামী দিনগুলোতে আরো দূর হবে।’
এ ছাড়া আসছে ঈদের সময় পর্যাপ্ত মজুদ থাকায় তেল, আদা ও রসুনসহ সব নিত্যপণ্যের দামই স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।