জলাবদ্ধ ঢাকায় দিনভর দুর্ভোগ
সকাল থেকেই গোমরা ছিল আকাশ, ছিল বৃষ্টির জোরালো সম্ভাবনাও। সেটা পানি হয়ে মাটিতে পড়তেই শুরু হয় নাগরিক দুর্ভোগের। যা ছিল সারাদিন। এই দুর্ভোগে আটকা পড়েছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। এমনকি স্কুল ছুটির পর শিক্ষার্থীরাও পড়ে বিপাকে। জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। আর এমন দুর্ভোগের এ চিত্র দেখা গেছে রাজধানীর বেশির ভাগ এলাকাজুড়েই।
রনি রায়হানের ক্যামেরায় দেখুন সুব্রত সাহার ভিডিও প্রতিবেদন :