ভ্যানে করে রাস্তা পারাপার
বৃষ্টিপাত থেকে জলাবদ্ধতা, জলাবদ্ধতা থেকে ভয়াবহ যানজট, ফলাফল গোটা রাজধানী প্রায় অচল। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৪২ মিলিমিটার বৃষ্টিপাতেই রাজধানীর এ চিত্র। এতে রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
এমনই একটি স্থান কারওয়ানবাজার সোনারগাঁ হোটেল থেকে বিজিএমইএ ভবন পর্যন্ত রাস্তায় কোমর সমান পানি পার হতে যাত্রীরা চেপে বসেন ভ্যানে। রিকশা ছিল সোনার হরিণ।
কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও এমন দিনে সিএনজিচালিত অটোরিকশা পাওয়া ছিল সৌভাগ্যের ব্যাপার। সেই অটোরিকশা আবার পানিতে বন্ধ হয়ে যায় যখন তখন। আর যাদের ভরসা গণপরিবহন। ভোগান্তি তাদের কাছে অনেকটা গা সওয়া।
অপরিকল্পিত নগরায়ণের সাথে দীর্ঘদিনের কর্তৃপক্ষীয় অনিয়ম দুর্নীতির কারণেই রাজধানীর এমন দশা বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।
বিস্তারিত প্রতিবেদন দেখুন আবু সালেহ জহিরের ভিডিও প্রতিবেদনে :