খুন করে দোষ চাপাচ্ছে আওয়ামী লীগ : বিএনপি
বিএনপি দাবি করেছে নাটোরে পরিকল্পিত ভাবে যুবলীগকর্মীকে হত্যা করে বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নামে মিথ্যা মামলা করা হয়েছে।
আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। নাটোরে যুবলীগকর্মী নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি। urgentPhoto
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত নাটোর সদর আসনের সংসদ সদস্য ও সন্ত্রাসীদের গডফাদার বিতর্কিত এমপি গত ৩০ আগস্ট যুবলীগের দুই গ্রুপে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিকল্পিতভাবে দুলুর নামে মিথ্যা মামলা দায়ের করেন। শুধু দুলুর জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পিতভাবে ঢাকায় অবস্থান করার পরও সর্বশেষ আসামি হিসেবে তাঁকে দুটি মামলায় জড়ানো হয়েছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘মিথ্যা মামলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৩ মাস ১৩ দিন কারান্তরীণ ছিলেন। কারাগারে আটক থাকা অবস্থায় তিনি হৃদরোগসহ নানা প্রকার জটিল রোগে আক্রান্ত হন। রাজশাহী কারাগারে আটক থাকা অবস্থায় তিনি মারাত্মকভাবে হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাঁকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’
রিপন জানান, এরপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন দুলু। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তিনি দীর্ঘ দেড় বছর যাবত পূর্ণবিশ্রামে থাকায় দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে পারেননি। ঈদ উৎসব ছাড়া তিনি নাটোরে পর্যন্ত যেতে পারেননি।’