মেহেরপুরে ইজিবাইক বন্ধে বাসমালিকদের ধর্মঘট চলছে
মেহেরপুর-কাথুলী ও মেহেরপুর-মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচল বন্ধের দাবি এবং বাস ভাংচুরের প্রতিবাদে মেহেরপুরে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। গতকাল বুধবার আন্তজেলা বাস চলাচল বন্ধের পর আজ সকাল থেকে দূরপাল্লার পরিবহন, ট্রাক ও মাইক্রোবাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিক-শ্রমিক নেতারা। এর সঙ্গে তাঁরা আগামীকাল শুক্রবার এক সমাবেশের ডাক দিয়েছেন।
মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, গতকাল থেকে আন্তজেলা সব বাস বন্ধ করে রাত পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্যা নিরসনের কোনো উদ্যোগ না নেওয়ায় আজ থেকে দূরপাল্লার বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।
হঠাৎ করে দূরপাল্লার সব পরিবহন বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তাঁদের অভিযোগ, ছোটখাটো কারণে কোনো ঘোষণা ছাড়াই মাঝেমধ্যে এভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। ফলে দূর-দূরান্ত থেকে বাস কাউন্টারে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন তাঁরা। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানান সাধারণ যাত্রীরা।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।
সড়কে ইজিবাইক চলাচল নিয়ে কয়েক দিন ধরে বাস মালিক সমিতি ও ইজিবাইক মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে গতকাল থেকে মেহেরপুরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।