এই বাজেট জনগণের জন্য স্বস্তিদায়ক : ইনু
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এই বাজেট জনগণের জন্য স্বস্তিদায়ক।’ হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, ‘এই সরকার দশ বছর ধরে দারিদ্র কমিয়েছে, বৈষম্য কমিয়েছে, কর্মসংস্থান বাড়িয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করেছে। সুতরাং এই বাজেট জনগণের জন্য স্বস্তিদায়ক, শিল্পের জন্য ভালো, রপ্তানির জন্য ভালো।
চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। গত অর্থবছরের বাজেট ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে ঘাটতি আছে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, বাজেট ঘাটতি জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। তিনি জানান, ঘাটতি অর্থায়নে বৈদিশিক সূত্র থেকে ৫৪ হাজার ৬৭ কোটি টাকা এবং অভ্যন্তরীণ সূত্র থেকে ৭১ হাজার ২২ কোটি টাকা সংগ্রহ করা হবে।