লোক দেখানো বড় আকারের বাজেট দিয়েছে সরকার : মঈন খান
সরকার লোক দেখানো বড় আকারের বাজেট দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
শনিবার বিকেলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন মঈন খান।
মঈন খান বলেন, আকার ব্ড় দেখে বাজেটের গুণাগুণ বিচার হয় না। গুণাগুণ বিচার হয় রাজস্ব কিভাবে আদায় হয় তার ওপর। এ সময় তিনি অভিযোগ করেন বলেন, সাধারণ মানুষকে শোষণ করে ট্যাক্স আদায় করার ব্যবস্থা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
এ বাজেট জনগণের কোনো কাজে আসবে না মন্তব্য করে মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক বাজেট দেবে। মেগা প্রকল্প থেকে ক্ষমতাসীনদের দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্য বড় বড় প্রকল্পে অর্থ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।