বাকশাল কায়েমের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাকশাল কায়েম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সাংবিধানিকভাবে তার বাস্তব রূপও নেই। গণতান্ত্রিকভাবে বিএনপিসহ সব দল সুযোগ গ্রহণ করছে। এখানে কোনো ভয়ংকর শাসন বা একদলীয় শাসন এবং অগণতান্ত্রিক কোনো কার্যক্রমও নেই।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ইনু বলেন, সামরিক সরকারের আমদানি করা জঙ্গি, যুদ্ধাপরাধী, জামায়াত, আগুন সন্ত্রাসী ও তাদের দোসর বিএনপি—এই পাঁচ দানব রাজনীতি ও গণতন্ত্রের জন্য ভয়ানক বিপজ্জনক শত্রু। এদেরকে কীভাবে রাজনীতি এবং ক্ষমতার রাইরে রাখা যায়, সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু হতে পারে। নির্বাচনে আসা বা না আসা নিয়ে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। কৌশল হিসেবে নির্বাচনের নামে ওই পাঁচ দানব গণতন্ত্রের টুপি পরে মিথ্যাচারকে বেছে নিয়েছে।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।