হবিগঞ্জে নৌ দুর্ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে নৌ দুর্ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে একজনের এবং বেলা ১১টার দিকে অন্যজনের লাশ উদ্ধার করে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত ব্যক্তিরা হলেন টিটু মিয়া ও সেলিম মিয়া। এ ছাড়া গতকালে এ দুর্ঘটনায় গুরুতর আহত নৌকার মাঝি সুজন মিয়া (৫০) ও তাঁর ছেলে ফাইজুল ইসলামকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন আল গনি জানান, গতকাল সোমবার দুপুরে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের খাষ্টি নদীতে একটি ডিঙি নৌকায় করে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। যাওয়ার সময় নৌকাটি একটি বিদ্যুতের খুঁটির কাছে গেলে খুঁটি থেকে ছিঁড়ে পড়া তারে ধাক্কা লেগে ওই দুই ব্যক্তি পানিতে পড়ে যান। এর পর অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান পায়নি ডুবুরি দল।
পরে আজ সকালে পুনরায় ডুবুরি দল অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থল থেকে প্রথমে টিটু মিয়ার ও পরে সেলিম মিয়ার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আক্তারুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের তিনজন ডুবুরি দুদিন অভিযান চালিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। স্থানীয় লোকজন দুর্ঘটনাটি ঠিক কোন জায়গায় ঘটেছে, তা নিশ্চিত করে বলতে না পারায় লাশ উদ্ধার করতে সময় লেগেছে। লাশ দুটি দুর্ঘটনাস্থলেই গভীর পানিতে ছিল।