বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে মিনু
বুকে ব্যথা অনুভব করায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
urgentPhoto
হাসপাতালের দন্তরোগ বিভাগের এক চিকিৎসক জানান, বিএনপি নেতার দাঁতের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে একদল চিকিৎসককে রাজশাহী কারাগারে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। সেখানে একটি ইনজেকশন দেওয়ার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। এর পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক আবদুল খালেক জানান, মিনুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু সময় গেলে তাঁর অবস্থা সম্পর্কে পুরোপুরি বলা যাবে।
এদিকে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, চিকিৎসকের পরামর্শে দাঁতের চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা মিনুকে কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডেন্টাল সার্জনকে দেখানোর পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। এর পর দুপুর ১২টার দিকে তাঁকে হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।
নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা সাত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু গত ১৩ জুলাই থেকে কারাগারে বন্দি ছিলেন। ওই দিন দুপুরে তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।