বিএনপি নেতা মিনুর জামিন নামঞ্জুর
রাজশাহী মহানগরীর মতিহার থানায় পুলিশের দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। তবে একই মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের জামিন বহাল রেখেছেন আদালত।
এ দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংরক্ষিত আসন ৯-এর কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা সরকারি কাজে বাধাদানের মামলায় জামিন পেয়েছেন।
বিএনপি নেতা মিনুর আইনজীবী রইসুল ইসলাম জানান, কারাবন্দি বিএনপি নেতা মিজানুর রহমান মিনু সোমবার আদালতে দুটি মামলার হাজিরা দেন। সেইসঙ্গে মতিহার থানায় গত ১৯ জানুয়ারি পুলিশের দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক আলতাফ হোসেন তাঁর জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত ১৩ জুলাই মিজানুর রহমান মিনু তাঁর বিরুদ্ধে দায়ের করা নাশকতার পাঁচটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
অ্যাডভোকেট রইসুল ইসলাম আরো জানান, গত ১৩ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় পুলিশের দায়ের করা সরকারি কাজে বাধাদানের মামলায় রাসিকের প্যানেল মেয়র-৩ ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার বেগম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক মো. জুলফিকার উল্লাহ তাঁর জামিন মঞ্জুর করেন। নুরুন্নাহার বেগম এজাহারভুক্ত আসামি না হলেও অভিযোগপত্রে তাঁর নাম ছিল।