শিক্ষার্থীরা সুপারহিরো, সরকার ভিলেন নয় : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘ছোট শিক্ষার্থীরা সুপারহিরো। তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। তাই তাদের নয় দফা দাবি সরকার মেনে নিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।’ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে, কেননা বাকি কাজটুকু সরকার করবে। আপনারা যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে।’
ইনু বলেন, ‘এ ঘটনা একজন ড্রাইভার ঘটিয়েছে। এর সঙ্গে সরকারের কোনো হাত নেই। সরকার প্রথম দিনেই এর পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ড্রাইভার গ্রেপ্তার হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে, তারা দেশের শান্তি চায় না। অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’
বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সরকার এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে, সুতরাং নাক গলিয়ে লাভ হবে না।’
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের প্রত্যেক পরিবারকে এরই মধ্যে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন। এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।