বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন বানচাল : ইনু
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকমুক্ত রাজনীতির চূড়ান্ত বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে।’ তিনি বলেন, ‘বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা।’
আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১৪ দলের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ইনু বলেন, ‘জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকমুক্ত রাজনীতির চূড়ান্ত বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বহু কথা-বার্তা বলে। বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন নয়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বানচাল করা। আমি হাসানুল হক ইনু গত ১০ বছর শেখ হাসিনার হাত ধরে প্লাস রাজাকারদের মাইনাস করার লড়াই করছি। বিএনপি যাই বলুক না কেন আমার সংগ্রাম জারি থাকবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। এ সময় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।