আগামী নির্বাচন মোড় বদলের জন্য গুরুত্বপূর্ণ : ইনু
দেশে স্থায়ী রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাজাকার ও জঙ্গিবাদ সমর্থনকারী দল বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় কমিটির সভায় হাসানুল হক ইনু এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে স্থায়ী রাজনৈতিক শান্তি যদি চান, বাংলাদেশকে যদি আরেক ধাপ সামনে এগোতে চান, তাহলে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের নামে, সমঝোতার নামে, মিটমাটের নামে, সবার অংশগ্রহণের নামে খুনিদের রেহাই দেওয়া, দণ্ডিত খালেদা জিয়াকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক জঙ্গি জামায়াতিচক্রকে রাজনীতির মাঠে টিকিয়ে রাখার দরকষাকষির প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।’
আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের মোড় বদলানোর জন্য গুরুত্বপূর্ণ বলেও এ সময় উল্লেখ করেন হাসানুল হক ইনু।