‘সভা নিয়ে সংঘাতের আশঙ্কা নেই’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ১৪ দল এবং বিএনপি যে যার যার মতো সমাবেশ করবে, এতে সংঘাতের কোনো আশঙ্কা নেই।
আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি জনসভা করবে এটা সঠিক। জনসভা করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে এটাও সঠিক। আমাদের ১৪ দল যে সভা করতে চাচ্ছে এটাও সঠিক। এখানে সবাই সভা করবে। এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। কোনো উত্তেজনার সৃষ্টি হবে না বলে আমার বিশ্বাস।’
এর আগে দলীয় নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘শেখ হাসিনার জন্ম না হলে ডিজিটাল বাংলাদেশ পেত না দেশের মানুষ। শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বেই উন্নয়নশীল থেকে উন্নত দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ।’